Published : 06 Jun 2025, 10:27 AM
যুক্তরাষ্ট্রে কোরবানির ঈদের আগের রাতে মেহেদি রাঙানো ও কেনাকাটাসহ নানা আয়োজনে মাতলেন বাংলাদেশি মুসলমানরা।
বৃহস্পতিবার বিকাল থেকেই জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, পার্কচেস্টার, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, নিউকার্ক ও ফুলটন এলাকায় তারা ভিড় করেন। অলিগলিতে টেবিল-চেয়ারে বসে জটলা পাকিয়ে হাতে-পায়ে মেহেদি রাঙান।
সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত চলে তাদের মেহেদি উৎসব। অনেকে গয়না ও পোশাকের দোকানে ভিড় করেন। বাংলাদেশিদের সঙ্গে উৎসবের আমেজে যোগ দেন প্রবাসী মুসলমানরাও।
জ্যাকসন হাইটসে অন্যদের মেহেদি পরিয়ে আয়ও করেন বাংলাদেশি তরুণীদের অনেকে। এক হাতে মেহেদি পরানোর জন্য তারা ১৫ ডলার নেন। আর দুই হাত ও দুই পায়ে মেহেদির পরানোর জন্য নেন ৪০ ডলার। এভাবে ঈদের আগের রাতে স্বল্প সময়ের আয়ে খুশি স্কুল-কলেজের তরুণীরা।
জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিট, ৩৭ অ্যাভিনিউ এবং ৭৪ স্ট্রিট ছাড়াও ডাইভার্সিটি প্লাজায় রাস্তার দুই পাশে বসে কাপড়, চুড়ি, ব্যাগ, কসমেটিকসের দোকান। অন্য সময় রাস্তার পাশে বসা নিষেধ থাকলেও ঈদের আগের রাতে কাউকে সরিয়ে দেয়নি পুলিশ।
রাতের বেলায় বাংলাদেশ স্ট্রিটে শুরু হয় গানের আসর। প্রবাসী শিল্পীরা সেখানে গান পরিবেশ করেন।