Published : 04 Jul 2025, 02:15 PM
নিউ ইয়র্কে প্রথমবারের মতো তিনদিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি ইউএসএ’।
জ্যামাইকার ‘জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং’ (জেক্যাল) ভবনে আয়োজিত এ উৎসবে ছয়টি নাটকের মঞ্চায়নের পাশাপাশি অনুষ্ঠিত হয় সেমিনার ও সংগীতানুষ্ঠান।
শুক্রবার উৎসবের উদ্বোধন করেন আইটিআই বাংলাদেশের সভাপতি ও নাট্যঅনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম।
বিশেষ অতিথি ছিলেন জেক্যাল-এর আর্টিস্টিক ডিরেক্টর কোর্টনি ফ্রান্স। প্রয়াত নাট্যকর্মী ইশরাত নিশাতের স্মরণে উৎসবটি উৎসর্গ করা হয়।
উদ্বোধনী দিনে ‘কৃষ্টি’ নিউ ইয়র্কে বাংলা নাটকের সঙ্গে সম্পৃক্ত দুইজনকে সম্মাননা প্রদান করে, তারা হলেন রেখা আহমেদ ও মুজিব বিন হক।
উপস্থিত ছিলেন রোকেয়া রফিক বেবি, মাসুম রেজা, মিথুন আহমেদ, বাবুল বিশ্বাস, স্বপ্না কাওসার, টিটু গাজী, আবীর আলমগীর, খায়রুল ইসলাম পাখি, মোমেনা চৌধুরী, নজরুল ইসলাম ও মোহাম্মদ কবীর।
কৃষ্টির প্রতিষ্ঠাতা সীতেশ ধর শুভেচ্ছা বক্তব্যে উৎসবের উদ্দেশ্য তুলে ধরেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর অনুষ্ঠিত হয় নাটকের গান নিয়ে একটি পরিবেশনা, পরিচালনা করেন জীবন বিশ্বাস। এরপর মঞ্চস্থ হয় ‘সাইকোসিস’ ও ‘দ্য গেইম’।
উৎসবের দ্বিতীয় দিন আয়োজন করা হয় একটি সেমিনার, শিরোনাম ‘বাংলা নাটকের চেনা অচেনা অভিমুখ’। মূল প্রবন্ধ পাঠ করেন নাট্যকার ও কবি বদরুজ্জামান আলমগীর। এদিন ‘তিন মাতালের কাণ্ড’ ও ‘সংকটে শয়তান’ নাটক দুটি মঞ্চায়িত হয়।
রোববার, শেষ দিনের বিশেষ পর্বে ইশরাত নিশাতকে স্মরণ করে বক্তব্য দেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। মঞ্চস্থ হয় ‘অ্যাট ডাস্ক’ ও ‘হ্যামলেট অ্যান্ড ওফিলিয়া’।
উৎসব শেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য দেন সীতেশ ধর। উৎসব আয়োজনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।