Published : 25 Dec 2024, 10:46 AM
দেশীয় সংস্কৃতির আবহে কানাডায় টরন্টোর ব্র্যাম্পটন শহরে বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
পিঠা-পুলি, দেশের গান, কবিতা, শিশুদের ছবি আঁকা ও দেশীয় পোশাকের মেলাসহ এ আয়োজন হয়ে উঠে অভিবাসীদের মিলনমেলা।
শনিবার সন্ধ্যায় শহরের আর্চডেকিন রিক্রিয়েশন সেন্টারে এ উৎসবের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ব্র্যাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস’ (বিবিসিএস)।
এতে প্রধান অতিথি ছিলেন শহরের মেয়র প্যাট্রিক ওয়াল্টার ব্রাউন। এসময় তিনি উৎসবের বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন।
প্যাট্রিক তার বক্তব্যে অভিবাসী-নির্ভর কানাডা ও টরন্টো শহরে জাতিগত বৈচিত্র্যের নানা কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন। পিঠা-পুলির স্টলে গিয়ে দেশীয় পিঠার স্বাদ নেন বন্ধুবৎসল প্যাট্রিক।
সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাহমা ফেরদৌস শান্তা। শিল্পীদের মধ্যে ছিলেন অপূর্ব রয়, শরীফ আকতার নোবেল, টিটু আহমেদ ও তার স্ত্রী আইরিন, সুজয় সিদ্ধার্থ ও ঋত্বিক রায়।
বিজয় উৎসবে এসে আনন্দ প্রকাশ করেন প্রবাসী প্রেরণা সিদ্ধার্থ ছুটি। তিনি বলেন, “খুব ভালো লাগছে আমার। বন্ধু-বান্ধব নিয়ে বিজয় দিবসের মেলায় এসেছি। আমার পাঁচ বছরের ছেলেকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত রাখতে সবসময় দেশীয় আয়োজনগুলোতে আসার চেষ্টা করি।”
ব্র্যাম্পটনে বসবাসরত লিমন রয় বলেন, “সেই ছোটবেলায় বিজয় দিবসের সময়গুলোতে মিনাবাজারে গিয়ে যেমন আনন্দ করতাম, আজ তেমন অনুভূতি পাচ্ছি। পিঠা খেলাম আবার বুটিক থেকে দেশীয় পোশাক কিনলাম, দুল আর চুড়ি কিনলাম। সত্যিই যেন সেই কৈশোরের মিনাবাজারে ফিরে গেলাম।”