Published : 09 Aug 2024, 12:30 PM
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ‘দ্য বিগ টিকিট’ লটারিতে ১ মিলিয়ন দিরহাম বা প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা জিতেছেন প্রবাসী বাংলাদেশি মন্টু চন্দ্র দাস।
দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, ৩ অগাস্ট টিকেটের ড্র অনুষ্ঠিত হয় এবং ১২ জনকে নগদ পুরস্কারপ্রাপ্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
তাদেরই একজন মন্টু চন্দ্র দাস (৪৪), লটারি জেতার পর তার জীবন নতুন মোড় নিয়েছে। ২০০৪ সাল থেকে দুবাইতে বসবাস করা এ প্রবাসীর পরিবারে রয়েছেন তার স্ত্রী ও ৪ মাস বয়সী ছেলে সন্তান।
মন্টু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছি। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি, আমার স্ত্রী এখনও বিশ্বাস করতে পারছে না।
“আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিগ টিকিট স্টোর থেকে প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম। আমি একজন বন্ধুকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পথে ওই স্টোর থেকে পাঁচটি টিকিট নিয়ে আসি এবং সেই টিকিটই আমাকে জিতিয়ে দিল।”
পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন, এ প্রশ্নের উত্তরে মন্টু বলেন, “আমার পরিবারের কাজে এ টাকা ব্যবহার করার পরিকল্পনা করেছি।”