Published : 10 Jul 2024, 09:25 AM
যুক্তরাজ্যে লেবার পার্টির নতুন সরকারে দায়িত্ব পেলেন টানা পাঁচবারের ব্রিটিশ এমপি রুশনারা আলী, যার পৈত্রিক বাড়ি বাংলাদেশের সিলেটে।
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকারে গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারির (উপমন্ত্রী) দায়িত্ব দিয়েছেন রুশনারা আলীকে।
এর আগে কনজারভেটিভ পার্টি সরকারে থাকার সময় লেবার পার্টির ছায়া সরকারে বিনিয়োগ ও ক্ষুদ্র শিল্প, শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা। এছাড়া অর্থ, গৃহায়ণ, সমাজ কল্যাণ, জ্বালানি ও জলবায়ু বিষয়ক সংসদীয় কমিটিতেও তিনি কাজ করেছেন।
যুক্তরাজ্যের নতুন সরকারে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক পেয়েছেন আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব, যে পদটি ‘সিটি মিনিস্টার’ হিসেবেও পরিচিত।
মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের হালনাগাদ তালিকায় টিউলিপ ও রুশনারার নাম দেখা যায়।
গত ৪ জুনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যে সরকার গঠন করেছে লেবার পার্টি, যার মধ্য দিয়ে ১৪ বছরের টোরি শাসনের অবসান ঘটেছে।
গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই দায়িত্ব বণ্টনসহ একটি মন্ত্রিসভা গঠন করেন স্টারমার। এবার সরকারের দায়িত্বে যুক্ত হলেন টিউলিপ ও রুশনারা।
২০১০ সালে লেবার পার্টির মনোনয়নে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হওয়ার গৌরব অর্জন করেন রুশনারা। এবার নিয়ে টানা পাঁচবার তিনি পার্লামেন্টে নির্বাচিত হলেন।
এবার তিনি এমপি হয়েছেন বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে। আগে তার নির্বাচনি এলাকা ছিল বেথনাল গ্রিন অ্যান্ড বো, এবার ওই আসন সীমানা পরিবর্তন করা হয়।
রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। রুশনারা রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তিনি পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক।
১৭ বছর বয়স থেকে রুশনারা লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়। এই দীর্ঘ পথ চলায় তিনি দীক্ষা নিয়েছেন ১৯৫৪ সালে লেবার পার্টির মেনিফেস্টোর অন্যতম লেখক মাইকেল ইয়াংয়ের কাছে।
পুরনো খবর
এবার প্রতিমন্ত্রীর দায়িত্বে টিউলিপ