Published : 19 May 2025, 08:27 PM
ফ্রান্সের প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে ‘উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদ’।
এ উপলক্ষ্যে রোববার প্যারিসের উপকণ্ঠ অবেরভিলিয়ে শহরে দিনব্যাপী নানা আয়োজন করে সংগঠনটি।
মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু-কিশোরদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য, পথনাটক ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বাঙালিয়ানা ও অসাম্প্রদায়িক চেতনার এক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে।
উৎসবের শুরুতেই লোকসংগীত আর সংগ্রামী স্লোগানে মুখরিত হয় মেলার মাঠ। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলে অংশগ্রহণকারীরা।
প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ রোমানা আফরোজ। বিচারকের দায়িত্ব পালন করেন অবেরভিলিয়ে মেয়রালয়ের আর্ট প্লাস্টিক বিভাগের পরিচালক লেনা মোনিয়ে।
বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণ্ময় মণ্ডল। অতিথি ছিলেন অবেরভিলিয়ে শহরের সংস্কৃতি বিষয়ক সহকারী মেয়র জাকিয়া বুদিজি, সহকারী মেয়র সানন্দ্রিন দেজির, ভিল দো মুজিক দো মন্দের পরিচালক কামেল দা ফ্রি, সাবেক সহকারী মেয়র এ্যান্তনি দাগে, লা ফঁস অঁসুমিস পার্টির সাধারণ সম্পাদক গিয়োম লুসকেত এবং ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কার্লোস সামেদু।
সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করেন সংগঠনের সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সুস্মিতা বড়ুয়া ও কোষাধ্যক্ষ রোমানা আফরোজ।
এতে বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোররা পরিবেশন করে গান, কবিতা ও নৃত্য। গান শোনান বাংলাদেশের ব্যান্ড ‘জলের গান’-এর গায়ক রাহুল আনন্দ।
অনুষ্ঠানের পরিকল্পনা ও সংগীত পরিচালনায় ছিলেন উদীচীর সহ-সভাপতি রোজি মজুমদার, যন্ত্রানুষঙ্গ নির্দেশনায় জিএম শরিফুল ইসলাম, নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু ও দীপক নিকোলাস গোমেজ এবং শিশু নাট্য পরিচালনায় রুমানা আফরোজ।
উৎসব তত্ত্বাবধানে ছিলেন সভাপতি কিরণ্ময় মণ্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হাওলাদার। বৈশাখী মেলাকে ঘিরে আয়োজিত স্টলগুলোতে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পণ্যের সমাহার।