Published : 15 Dec 2022, 01:14 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন’।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে রোববার জ্যামাইকায় একটি পাবলিক স্কুলে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘শোটাইম মিউজিক’।
সম্মেলন উদ্বোধন করেন বেলাল বেগ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল চিত্রাঙ্কন, গান, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ূন, হুমায়ূন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম, আবৃত্তি, আমার আছে জল, হুমায়ূন স্মৃতিচারণ এবং গল্পে গল্পে হুমায়ূন।
আগামী জুনে ৩-৪ তারিখ দু’দিনব্যাপী এ সম্মেলন 'বর্ধিত কলেবরে' আয়োজনের ঘোষণা দেন ‘শোটাইম মিউজিক’-এর মালিক আলমগীর খান আলম।