Published : 02 Dec 2024, 02:33 PM
ভারত, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনামসহ বিশ্বের প্রায় ৯০ দেশের অংশগ্রহণে ইতালিতে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক কারিগরি মেলা’।
‘একটি দেশ ও একটি দেশের প্রধান পণ্য’ স্লোগানে স্থানীয় সময় শনিবার মিলানের রোহ ফিয়েরায় এ মেলার আয়োজন করেছে ফিয়েরা কমিটি।
ছোট বড় প্রায় ২ হাজার ৮০০ স্টল নিয়ে মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে টিকেট সংগ্রহ করতে হয়।
মেলায় ঘুরতে দেখা গেছে বাংলাদেশিদেরও। এর মধ্যে রোববার ছুটির দিন হওয়ায় প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নিজেদের কারিগরি পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশের আশপাশের কয়েক দেশের স্টল দেখা গেলেও বাংলাদেশের কোন স্টল না থাকায় হতাশা প্রকাশ করেছেন তারা।
প্রবাসী বাংলাদেশি বেলায়েত খান বলেন, “মেলায় ঘুরতে এসে অনেক ভালো লাগছে। বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরেছে তারা। তবে বাংলাদেশের স্টল থাকলে আরো ভালো হত।”
মেলায় নেপালের স্টলে তাদের ঐতিহ্যবাহী পণ্য যেমন ভেড়ার পশমের তৈরি সোয়েটার ও খাবার দেখা গেছে। ভারতীয়দের ছিল কারিগরি যন্ত্রপাতি, পোশাক, জুতো ও পর্যটন শিল্পের স্টল। পাকিস্তানের ছিল কাশ্মীরের ঐতিহ্যবাহী চাদর ও বিভিন্ন পোশাকের দোকান।
সৌদি আরব বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে তাদের বিভিন্ন স্থাপনা, পোশাক, বিনোদন ও বাহারি খাবার তুলে ধরে। এছাড়া পরিবেশন করা হয় সৌদির স্থানীয় গান ও নাচ।
এবছর মেলাটিকে ৮ ভাগ করেছে কমিটি। যার মধ্যে চারটি অংশ বরাদ্দ ছিল শুধু ইতালির জন্য, এসব স্টলে ইতালিয় পণ্যের প্রচার করে তারা। আর দুটি অংশে ছিল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো।