Published : 10 May 2025, 03:35 PM
ইতালির দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
নিহত আল-আমিন হাওলাদারের (২১) বাড়ি মুন্সীগঞ্জে। তিনি প্রায় ৩ বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালিতে এসেছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির পালমা কামপানিয়া অঞ্চলের তাভেরনানোভা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
স্থানীয়রা জানান, ওইদিন সকালে মনোপাত্তিনো (ইলেকট্রিক স্কুটার) চালিয়ে কাজে যাচ্ছিলেন আল-আমিন হাওলাদার। এসময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। এতে আল-আমিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় ক্যারাবিয়ান পুলিশের কর্মকর্তা মাসসিমো নাস্তি ঘটনাস্থল পরিদর্শক করেন। তিনি জানান, নিহত আল-আমিন হাওলাদারের ইতালিতে রাজনৈতিক আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন ছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হচ্ছে।
দূতাবাসের কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা পালমা কামপানিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তারা।”