Published : 11 May 2025, 03:29 PM
প্রবাসে উইকেন্ড মানেই ক্ষণিকের আনন্দ-আসর। ব্যস্ত অফিসপাড়া, জটিল শহর আর যান্ত্রিক জীবনের ভিড়ে আমরা অপেক্ষা করি এমন একটুখানি নিশ্বাসের জন্য। এবার সেই সপ্তাহান্তের ছুটিতে যোগ হয়েছিল আরও একটি আনন্দবার্তা—সোমবারও ছুটি। ফলে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য উইকেন্ড যেন হয়ে উঠেছিল এক টানা তিন দিনের আনন্দ উৎসব।
এই শনিবার সন্ধ্যায় আমরা জড়ো হয়েছিলাম মৌসুমী বৌদির বাসায়। তার ঘর মানেই যেন শিল্প-সাহিত্য-সংগীতের এক আশ্রয়। কবিতা, গান আর অসাধারণ সব রান্নার গন্ধে সাজানো সেই বাড়ি হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের স্মরণে এক ক্ষণিক সংস্কৃতি-তীর্থ।
ঘরে ঢোকার মুহূর্তেই কৌশিক দাদার আন্তরিক আলিঙ্গন—যেন কতদিনের দেখা নেই! প্রবাসজীবনে এমন কিছু সম্পর্ক সময়ের সীমানা মুছে দেয়। কৌশিক দাদা তবলায় পারদর্শী, সিঙ্গাপুরে যে কোনো সাংস্কৃতিক আয়োজনে তিনি বাদ্যযন্ত্র নিয়ে হাজির হন, আর আজও তার ব্যতিক্রম হয়নি। সাউন্ড সিস্টেমের পরিপাটি আয়োজন দেখে বোঝা গেল—এই সন্ধ্যা হোক রবীন্দ্রনাথময়, সেটিই ছিল সবার অভিপ্রায়।
আড্ডার সূচনা হয় আদর ভাইয়ের কণ্ঠে রবীন্দ্র-কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। অতিথিরা একে একে আসতে থাকেন, আর আড্ডার উত্তাপও বাড়তে থাকে। ঘরোয়া হলেও এই আসরটি মূলত শিল্পীমনাদের ঘিরেই—গায়ক, আবৃত্তিকার, লেখক ও কবিদের এক সম্মিলন।
রবীন্দ্রনাথের গান ও কবিতায় ভরপুর এই সন্ধ্যার ফাঁকে ফাঁকেই উঠে এসেছে পৃথিবীর অস্থির বর্তমান। ভারত-পাকিস্তান উত্তেজনা, ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান, সামাজিক মাধ্যমের খবর—সব মিলিয়ে এক আলাপী রাজনীতির আবহও ছুঁয়ে গেল আমাদের আলোচনায়। তবে সবার অবস্থান ছিল স্পষ্ট—যুদ্ধ নয়, শান্তিই কাম্য।
মৌসুমী বৌদি নিজে রান্না করে একের পর এক মুখরোচক খাবার পরিবেশন করছিলেন। তার হাতের স্বাদে যেন ছিল দেশমাটির ঘ্রাণ। এমন পাকা রাঁধুনি আজকাল দুর্লভই বটে। আড্ডার মাঝেই তিনি পড়লেন রবীন্দ্রনাথকে ঘিরে একটি রম্য রচনা—রবীন্দ্রনাথের কৌতুকপ্রিয় দিক তুলে ধরে লেখা। হাসিতে মেতে উঠলেন সবাই। জানা গেল, কবিগুরু শুধু ধ্রুপদী নয়, ছিলেন মজা-রসিকতাতেও পরিপূর্ণ এক সৃষ্টিশীল প্রাণ।
এরপর কয়েকজন কবি আবৃত্তি করলেন তাদের স্বরচিত কবিতা। মিলিত কণ্ঠে গাওয়া হলো সেই চিরচেনা গান—“আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে।” শিল্পী মিতু ও টিনা ভাবির গান সবাইকে এক অনন্য আবেশে ভাসিয়ে নেয়।
প্রবাসে থেকেও সংস্কৃতির এই টান আমাদের বাঁচিয়ে রাখে শিকড়ের সঙ্গে। রবীন্দ্রনাথের পাশাপাশি জীবনানন্দ দাশসহ অন্যান্য কবিদের কবিতাও ছিল এই সন্ধ্যার অংশ। ঘরোয়া পরিসরে, কিন্তু আন্তরিকতায়, আমরা এই বছরও রবীন্দ্রজয়ন্তী পালন করলাম—সিঙ্গাপুরের প্রবাসে।
লেখক: ড. মশিউর রহমান, বিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তিবিদ।