Published : 06 May 2017, 03:36 PM
কখনো শীতে ঘুরতে গিয়েছি সমুদ্রে, কখনো পাহাড়ে। এমনই ছিল আমার শীতের গল্পগুলো, কিন্তু এবার অভিজ্ঞতা হলো এক অন্য শীতের। উত্তুরে শীতের কথা শুনে এসেছি সেই ছোটবেলা থেকে। কিন্তু কখনো সেই শীতের দেশে এসে থাকতে হবে ভাবিনি। উত্তর মেরুর কাছাকাছি আর্কটিক সার্কেলের দেশ ফিনল্যান্ড। সেই হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডে এসেছিলাম উচ্চশিক্ষা নিতে।
বাইরে থাকলে সব সময় বাসায় যাবার তাড়া করতাম। হঠাৎ একদিন ক্লাসে যাবার সময় দেখি চারদিক সাদা, ধবধবে সাদা আর তুষার পড়ছে। জীবনের প্রথম তুষার দেখা। শীতের রঙ যে শুভ্র তা আমার জানা ছিল না। তাপমাত্রা দেখলাম ৫ ডিগ্রি, সবাই ভারি জ্যাকেট পরে কাজে বের হয়েছে। সাইকেল নিয়েও বের হয়েছে অনেকে।
আমাদের দেশের সাথে তুলনা করলে ফিনল্যান্ড আসলে শীতের দেশ, বারোমাসই শীত। গ্রীষ্মকাল বলে যা আছে তা আমাদের দেশের শীতকালের মতো। এখানকার হেমন্ত আর বসন্ত হলো আমাদের দেশের হাড় কাঁপানো শীত।
যাই হোক, দেশ থেকে আসার আগে বঙ্গবাজার তন্ন তন্ন করে খুঁজে যে জ্যাকেট নিয়ে এসেছি, তা দিয়ে বড় জোর শরত বসন্ত কাটবে, কিন্তু শীতের জন্য এখান থেকে ভারি জ্যাকেট কেনাই বুদ্ধিমানের কাজ।
মূলত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকাল। শীতকালে ফিনল্যান্ডের উত্তরে লাপল্যান্ডে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। মজার ব্যাপার সান্তাক্লসের বাড়ি কিন্তু লাপল্যান্ডেই। লাপল্যান্ডে স্কি, স্লেজ গাড়িতে চলার অভিজ্ঞতা নেবার সুযোগ আছে। আগামী শীতে লাপল্যান্ডে অরোরা দেখতে যাবো।
লেখক: প্রবাসী ছাত্র, বায়োমেডিক্যাল ইমেজিং, অবো একাডেমি ইউনিভার্সিটি, তুরকু, ফিনল্যান্ড
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা [email protected]। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |