Published : 09 Jul 2024, 03:36 PM
সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মতবিনিময় সভা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সোমবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম।
তিনি বলেন, “আওয়ামী লীগের ৭৫তম জন্মজয়ন্তীতে আমাদের শপথ নিতে হবে আওয়ামী লীগের জন্ম এবং বাঙালির মুক্তির জন্য দীর্ঘ পথ-পরিক্রমা নতুন প্রজন্মকে অবহিত করার জন্য। আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মকে অবহিত করার মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুজাতিক সমাজে আরো দৃঢ় ভিতের ওপর প্রতিষ্ঠিত করা সহজ হবে।”
প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ‘দেশবিরোধী যে কোন অপতৎপরতাকে’ রুখে দেওয়ার পরামর্শ দেন তিনি।