Published : 28 Mar 2025, 12:31 AM
ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন একটি মসজিদের বাইরে বাংলাদেশি দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভেনিসের মেস্ত্রে এলাকায় এ ঘটনায় স্থানীয় ইতালিয়ান নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
স্থানীয় গণমাধ্যম ভেনেতিসয়া টুডে-তে প্রকাশিত সংবাদে বলা হয়, ওইদিন সন্ধ্যায় মেস্ত্রে এলাকায় মসজিদের পাশে হঠাৎ করেই বাংলাদেশি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সেখানে থাকা ইতালিয়ান নাগরিকরা পুলিশকে জানালে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় ক্যারাবিয়ান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
তবে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেয়ে মারামারিতে অংশ নেওয়া বাংলাদেশিরা পালিয়ে যান।
মসজিদের সহ-সভাপতি শরীফ মৃধা ঘটনার বিষয়ে বলেন, “ইফতারের সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কথাবার্তা চলছিল। একসময় কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা মসজিদের বাইরে গিয়ে মারামারি করে।”
এসময় ঘটনাস্থলে হাজির হওয়া ক্যারিয়ার পুলিশের কাছে স্থানীয় ইতালিয়ান নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন।
শহরটির বাসিন্দা মার্কো পায়োলো স্থানীয় গণমাধ্যমের কাছে বলেন, “এই শহরটিতে বেশি পরিমাণ বাংলাদেশির বসবাস। বর্তমানে ইতালিয়ানদের চেয়েও তাদের সংখ্যা বেশি। পরিস্থিতি এমন যে, মনে হচ্ছে আমরা বাংলাদেশিদের শহরে বসবাস করছি।”
মার্কো অভিযোগ করেন, “তারা (বাংলাদেশিরা) কয়েকদিন পরপরই এখানে মারামারিসহ নানা ধরনের অপরাধ করে থাকে। এ বিষয়ে শহরের মেয়রের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধান চেয়েছি আমরা।”
মসজিদের সহ-সভাপতি শরীফ মৃধা বলেন, “রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটেছে। মসজিদ বা মসজিদ বিষয়ক কোনো কর্মকাণ্ড থেকে ঘটেনি। ২০২১ সাল থেকে স্থানীয় পুলিশ আমাদের মসজিদের সব কর্মকাণ্ড পরীক্ষা করছে। সুতরাং যারা এতে জড়িত স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মসজিদ বা মসজিদের কমিটির কোনো সদস্য এ বিষয়ে কোনো দায় নেবে না।”