Published : 02 Feb 2025, 10:39 PM
কাতারে প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘কাতার-বাংলা প্রেস ক্লাব’।
২০২৫-২৬ মেয়াদে ১৬ সদস্যের এ কমিটিতে গোলাম মাওলা হাজারি সভাপতি এবং মামুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে রাজধানী দোহায় ব্যালটের মাধ্যমে সংগঠনটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিটির অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি আকবর হোসেন বাচ্চু, সহ সভাপতি আমিন বেপারি, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর ও দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম। কার্যনির্বাহী সদস্য হয়েছেন ইএম আকাশ ও ইউসুফ পাটোয়ারী লিংকন।
এছাড়া পর্যবেক্ষক সদস্যরা হলেন- মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাক আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম ও মাহবুবর রহমান বাবু।