Published : 06 Jul 2024, 04:06 PM
মাদারীপুরে ‘পূর্ব শত্রুতার জেরে’ প্রতিপক্ষের হামলায় এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চরমুগরিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান।
আহত বিপ্লব মৃধা (৩৮) শহরের চরখাগদী গ্রামের বজলু মৃধার ছেলে।
পুলিশ জানায়, বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি সালাউদ্দিন বলেন, বিপ্লবের লোকজনের সঙ্গে একই এলাকার আকাশ খানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে কয়েক মাস আগে আকাশ খানকে কুপিয়ে গুরুতর আহত করে বিপ্লব মৃধার লোকজন।
“সেই ঘটনার প্রতিশোধ হিসেবে শনিবার দুপুরে ওই এলাকায় বিপ্লবকে একা পেয়ে আকাশের লোকজন তাকে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।”
সালাউদ্দিন বলেন, “পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান।পরে উন্নত চিকিৎসার তাকে জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।”
ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিচ্ছিন্ন হওয়া কব্জিটি এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে হাতের কব্জিটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
আহত বিপ্লবের স্ত্রী লাবন্য বেগম বলেন, “আমার স্বামীকে যারা অন্যায় ভাবে কুপিয়ে হাত নিয়ে গেল, আমি তাদের বিচার চাই। আমার স্বামী এখন পঙ্গু হয়ে গেল। আমার স্বামীর হাত ফেরত চাই।”
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, “ হাসপাতালে আহত রোগী বিপ্লবের কব্জি নিয়ে আসেনি। তাই আমরা হাতের কব্জি ছাড়াই দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।”