Published : 10 Jun 2025, 07:19 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্তোরাঁয় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে কুট্টাপাড়া ও পাঠানপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যানচলাচল বন্ধ ছিল বলেও জানান সরাইল থানা ওসি রফিকুল হাসান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্তোরাঁ গড়ে ওঠেছে। সেখানে ‘অ্যারাবিয়ান ফুচকা হাউস’ নামে একটি প্রতিষ্ঠানে কুট্টাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু চান। তখন কর্মচারীরা জানান, টিস্যু শেষ হয়ে গেছে।
এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে এলে রেস্তোরাঁর মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জেরেই সংঘর্ষের সূচনা হয়। এতে সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রাত ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি রফিকুল বলেন, তিন থেকে চারজন আহত হয়েছেন। তবে গুরুতর কেউ নন। কেউ কোনো অভিযোগ দেয়নি।