Published : 05 Mar 2025, 04:15 PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাল টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মনিজা বেগম (২০) উপজেলার চেংমারী নাককাটির চওড়া এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে ওই নারী বিভিন্ন দোকানে গিয়ে জাল টাকা দিয়ে ঈদের কেনাকাটা করার চেষ্টা করেন। দোকানদার জাল নোট বুঝতে পেরে ওই নারীকে কোনো পণ্য না দিয়ে ফিরিয়ে দেন।
এরপরও ওই নারী অন্য দোকানে কেনাকাটা করতে যান। তখন স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার কাছ থেকে প্রায় সাড়ে আট হাজার টাকার জাল নোট জব্দ করে।
ওসি আল এমরান বলেন, ওই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।