Published : 01 Jul 2025, 07:08 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী গ্রাম থেকে একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে অজগরটি উদ্ধারের পর বিকাল ৪টার দিকে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।
তিনি বলেন, সকালে উপজেলার পোড়াগাঁও গ্রামের সাইদুর রহমানের বাঁশঝাড়ে বার্মিজ অজগর সাপটি দেখা যায়। খবর পেয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের (ডিইএসসি) প্রতিনিধি সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় সাত কেজি ২০০ গ্রাম বলে জানান দেওয়ান আলী।
তিনি বলেন, সাপটি পর্যবেক্ষণের পর বিকালে গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কের গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় ডিইএসসির পক্ষ থেকে এলাকাবাসীকে সাপ নিয়ে কুসংস্কার দূর করে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সাপটি অবমুক্তকরণের সময় বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমুশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)-এর সদস্য আরফান আলী, এবং ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’ এর প্রতিনিধি আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
গেল ছয় মাসে শেরপুরের গারো পাহাড়ের সীমান্ত এলাকার লোকালয় থেকে আরও তিনটি বার্মিজ অজগর ধরা পড়ে; যা পরে জঙ্গলে অবমুক্ত করা হয়।