Published : 09 Jun 2025, 08:30 PM
সুনামগঞ্জের যাদুকাটা সীমান্ত নদীতে নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে নির্মাণাধীন অসমাপ্ত সেতুর পাশে গড়কাটি এলাকায় এক মানববন্ধনে তারা এই দাবি জানান।
স্কুলশিক্ষক পবিত্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবী আবুল হোসেন, কাশমির রেজা, সরোয়ার হাসান, নজরুল ইসলাম, মোহাম্মদ নূর উদ্দিন, অমিও হাসান, প্রবোধ চন্দ্র রায়, সমাজকর্মী মাওলানা দেলোয়ার হোসেন, আহমেদ সুজন, নাজমুল ইসলাম, গোলাম শহীদ, আবির হাসান মানিক, এম রাজ্জাক।
এ সময় বক্তারা বলেন, ২০১৮ সালে যাদুকাটা নদীতে ‘শাহ আরেফিন অদ্বৈত সেতু’র কাজ শুরু হয়েছিল। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। ৭৫০ মিটার দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের সেতুটি কাজ শুরুর পরই বিলম্ব হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদাসীনতায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন’ কাজটি ফেলে রেখেছে।
তারা এরই মধ্যে বেশিরভাগ বিল উত্তোলন করে নিয়েছে। দুই বছরে সমাপ্ত হওয়ার কথা থাকলেও প্রায় ছয় বছর অতিবাহিত হলেও এখনো সেতুর কাজ সম্পন্ন হচ্ছে না। এতে সীমান্তবাসী সরাসরি জেলা, বিভাগীয় শহর ও ঢাকা শহরে যাতায়াত করতে পারছে না। এলাকার অর্থনৈতিক সমৃদ্ধিও থমকে আছে।
বক্তারা বলেন, এই সেতুটি শুধু তাহিরপুর নয়; মধ্যনগর উপজেলাসহ উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকার মানুষ সহজে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে। এলাকার বালু পাথর ও কয়লা সহজে ও দ্রুততম সময়ে সারাদেশে পরিবহন করা যাবে। সারাদেশের সঙ্গে বিকল্প সার্কেল যোগাযোগ স্থাপনেও বিরাট ভূমিকা রাখবে সেতুটি। যা অর্থনীতিতেও বিরাট পরিবর্তন নিয়ে আসবে।
শিক্ষক পবিত্র কুমার রায় বলেন, “আমরাসহ পুরো জেলার মানুষ এই সেতুর কাজ শুরুর সময় খুশি হয়েছিলাম। আমরা মনে করেছিলাম, যথাসময়ে কাজ শেষ হবে। কিন্তু ছয় বছর অতিবাহিত হতে চললো সেতুর কাজ শেষ করার নাম নেই। অবিলম্বে এই সেতুটির কাজ শেষ করে সীমান্ত এলাকাবাসীর সহজ ও সরাসরি যোগাযোগ ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানাই।”