Published : 07 Feb 2025, 06:35 PM
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার সকালে সদরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয় বলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান।
তিনি বলেন, “তাকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।”
এলএলবি পরীক্ষা দিতে ভিক্টোরিয়া কলেজে ডিগ্রি শাখায় এলে কলেজটি থেকে ছাত্র-জনতা পিটুনি দিয়ে পুলিশে দেয়।
মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একাধিক মামলার আসামি।
মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকও।