Published : 12 Nov 2024, 09:14 PM
পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ‘আওয়ামী লীগ অনুগত’ উল্লেখ করে তার অপসারণের দাবি উঠেছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশৈপ্রু মারমা।
তিনি লিখিত বক্তব্য বলেন, “সুনির্দিষ্টভাবে প্রমাণিত আওয়ামী নেত্রীকে খাগড়াছড়ি জেলা পরিষদের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এ এলাকার সাবেক এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার অনুগত নেত্রী ছিলেন।
তার স্বামীও আওয়ামী লীগ নেতা দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, “এমনকি কেন্দ্রীয় আওয়ামী নেতাদের সাথে তার নিয়মিত যোগাযোগ, আওয়ামী নেতা ওবায়দুল কাদেরকে ফুল দেওয়া, সাবেক মন্ত্রী দীপুমনিকে বরণ করে নেওয়াসহ মহিলা এমপি হওয়ার জন্য তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস থেকে নমিনেশন ফরমও সংগ্রহ করেছিলেন।”
তিনি আরো বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দিতে পারি না। নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার ও জনগণকে বিপদে ফেলে দিতে পারে। এমন ব্যক্তি জেলা পরিষদে নিয়োগ পাওয়া মানে পতিত আওয়ামী নেতাদের দুর্নীতিকে সুযোগ করে দেওয়া। তাদের অবৈধ ও অসমাপ্ত কাজে সহযোগিতা করা।”
‘আওয়ামী লীগ নেত্রী’ চেয়ারম্যান হওয়ায় খাগড়াছড়ির সাধারণ জনগণ ক্ষুব্ধ বলেও তিনি দাবি করেন।
উশৈপ্রু মারমা আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা নবগঠিত পরিষদকে বাতিল না করলে আমরা জেলা পরিষদ কার্যালয় ঘেরাও, হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দিকে যেতে বাধ্য হব।”
এ সময় সূর্যকিরণ ত্রিপুরা (কারবারি), সুমিত্রা চাকমা, বিদর্শী চাকমা ও ইব্রাহিম খলিল সেখানে ছিলেন।