Published : 04 Dec 2024, 03:00 PM
রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নষ্ট পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত চার হাজার কৃষকের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে রাজবাড়ী জেলা কৃষক সমিতির উপদেষ্টা আব্দুস সালাম মিয়া বলেন, “সরকারি প্রণোদনায় জেলার ৪ হাজার কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ দেওয়া হয়। কিন্তু ওই বীজ থেকে কোনো চারা গজায়নি। ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন করতে হবে।
“ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
প্রণোদনার বীজে গজায়নি চারা, চাষিদের মাথায় হাত
রাজবাড়ী জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার বলেন, “সরকারিভাবে পাওয়া পেঁয়াজ বীজ কৃষকরা বীজতলায় দেওয়ার পর তা আর গজায়নি। এতে কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করছি।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখার সভাপতি ছলেমান আলী দুলু, সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু।