Published : 18 Jun 2025, 04:04 PM
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে এক গার্ড (পরিচালক) আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত কন্ট্রাক্টর গার্ড খালেদ মোর্শেদ।
তিনি বলেন, “আমি ট্রেনে কন্ট্রাক্টর গার্ড হিসেবে কর্মরত ছিলাম। আনুমানিক ৯টা ২০-২৫ মিনিটের দিকে আমার বগি থেকে খাবার বগিতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
“এসময় একটি ঢিল এসে আমার পাশের জানালায় লেগে পরে আমার মাথায় আঘাত হানলে ফুলে যায়। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
নতুন জীবন ফিরে পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “ঢিলটি সরাসরি মাথায় লাগলে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তাম। ”
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আখাউড়া-সিলেট সেকশনের নোয়াপাড়া এলাকার দিকে ঢিল ছোড়ার প্রবণতা বেড়েছে। অনেক সময় শিশুদেরকেও খেলার ছলে ঢিল ছুড়তে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয়ভাবে সচেতনতা গড়ে তুলার জন্য স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
তবে বিষয়টি জানেন না বলে বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন। তিনি বলেন, আমাকে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।