Published : 06 Jun 2025, 07:32 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার বিকাল ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার দোকান ঘর এলাকায় (তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে) এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান।
নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত আলী (১৮), একই গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ মিয়া (২০) এবং একই গ্রামের নছুর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক আব্দুল গনি মিয়া (৪০)।
আহতদের মধ্যে নিরবকে (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী ‘রিতু পরিবহন’ এর বাসটি চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।