Published : 02 Jun 2025, 10:22 PM
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে গুলিতে নিহত প্রদীপ বৈদ্যের লাশ ৩৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর সোমবার সকাল ১০টার দিকে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী লাশটি ফেরত দিয়েছে বলে শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রাণী দাশ জানান।
তিনি বলেন, চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে প্রদীপ বৈদ্যের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
এ সময় উভয় দেশের বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান নিপা রানী দাশ, ইউপি সদস্য জয়নাল মিয়া ও নিহতের পরিবারের লোকজন ছিলেন।
পরে লাশটি প্রদীপের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএস এম জাকারিয়া।
শনিবার রাত ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে ৩২ বছর বয়সি প্রদীপ বৈদ্যকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। প্রদীপ শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
গুলি করে হত্যার পর প্রদীপের লাশ নিয়ে রাখা হয় ভারতের উনকোটি হাসপাতালে।
আরো পড়ুন: