Published : 11 Jun 2025, 05:14 PM
খালাতো বোনের বিয়ে উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে বেড়াতে আসা এক কিশোরী কুমার নদে ডুবে মারা গেছে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়েছে এক শিশু।
বুধবার সকাল ১০টায় উপজেলার লাখাইরচর এলাকার নদে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল।
মারা যাওয়া মিম আক্তার (১৩) ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী। মিম খালাতো বোনের বিয়ে উপলক্ষে মুকসুদপুরে এসেছিল।
তার সঙ্গে নদীতে নেমে অসুস্থ হয়েছে সামিয়া আক্তার (১০)। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তারা দুজন খালাতো বোন।
তাদের খালু আজগর আলী বলেন, সকালে দুই বোন বাড়ির সামনে কুমার নদে গোসল করতে যায়। এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এসময় মিমকে বাঁচাতে গিয়ে সায়মাও ডুবে যায়।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর অসুস্থ সায়মাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোস্তফা কামাল বলেন, নদীতে গোসল করতে নামে দুই খালাতো বোনের একজন মারা গেছে, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।