Published : 25 May 2025, 01:07 AM
বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন।
শনিবার রাতে মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান।
নিহতরা হলেন– মহাস্থানের হঠাৎপাড়া গ্রামের মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। নুর আলমের পিতা শহিদুল ইসলাম স্থানীয় হোটেলের কর্মচারী।
স্থানীয় বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান বলেন, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করেন।
ওসি বলেন, নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছে।