Published : 28 Apr 2025, 08:14 PM
বুড়িমারী থেকে ‘লালমনি এক্সপ্রেস’ ও ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন সরাসরি চলাচলের দাবিতে দ্বিতীয় দিনেও লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
সোমবার সকাল থেকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে উপজেলার মেডিকেল মোড় এলাকায় মঞ্চ তৈরি করে আন্দোলন করছেন বাসিন্দারা।
এতে সড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকরা।
এর আগে রোববার দুপুরে পাটগ্রাম রেলস্টেশন চত্বরে একই দাবিতে সংবাদ সম্মেলন করে ‘লালমনিরহাট জেলা রেলওয়ে যাত্রীকল্যাণ পরিষদ’।
সোমবার সকাল থেকে ‘বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ’ এর ব্যানারে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আন্দোলনকারীরা বলেন, লালমনিরহাটের পাঁচটি উপজেলার মধ্যে বুড়িমারী স্থলবন্দর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। অথচ জেলা শহর থেকে শুধু আন্তঃনগর ট্রেন যাত্রা করায় বুড়িমারীসহ চার উপজেলার যাত্রী ও ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।
বুড়িমারী থেকে আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। এমনকি টিকিট বিক্রিও শুরু হয়েছিল; কিন্তু যাত্রার আগেই তা স্থগিত করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে টানা আট দিন রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা। এখন রেলপথের পাশাপাশি মহাসড়কও অবরোধ করা হয়েছে।
এতে আন্দোলন পরিষদের সমন্বয়ক এম সাহিদুজ্জামান কোয়েল, ফিরোজ হোসেন, নিশাত ফারুক, সামসুল আলম খান বুলেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহসিন আলম, রানা এবং তাওহীদ উপস্থিত ছিলেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।