Published : 25 Jul 2024, 04:00 PM
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক কিশোরসহ দুজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।
আহত দুজনের মধ্যে একজন হলেন- সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা (১৭) এবং আরেকজন ইভা (২১)। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেডিকেল অফিসার মাহমুদ রবিন বলেন, “দেবাশীষ ও রাজনকে সাপে কাটলে তাদের পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই দুজনের মৃত্যু হয়।”