Published : 13 May 2024, 11:32 AM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসের চাপায় একজন প্রাইভেটকার আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান।
নিহত শের খান (৪৫) ঢাকার মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
আহতরা হলেন- প্রাইভেটকার চালক সোহেল ও নড়াইল এক্সপ্রেস বাসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)।
ওসি আশরাফুল বলেন, “নড়াইল থেকে ছেড়ে আসা ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দেয়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
“সেখানে কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”
তিনি বলেন, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।