Published : 03 Jun 2025, 09:58 PM
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচার দায়ের কোপে দুই ভাতিজির মৃত্যু হয়েছে; আহত হয়েছেন মেয়ে দুটির মা।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে কমলগঞ্জ উপেজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান।
নিহতরা হলেন, ওই গ্রামের আবু মিয়ার দুই কন্যা সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)।
আবু মিয়ার আহত স্ত্রী হাজিরা বেগমকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের আরেক বোন আরমিন আক্তার বলেন, “আমাদের কোনো ভাই না থাকায় বোনেরা মিলে জমি চাষ করি। প্রতিদিনের মত আজও ধানি জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী, চাচাত বোন রায়না বেগম ও ভাই বাবু জমিতে কাজ করতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো দা দিয়ে কুপিয়ে আমার দুই বোনকে মেরে ফেলে। দায়ের কোপে আমার মা গুরুতর আহত হন।”
মেয়ে দুটি ঘটনাস্থলেই মারা যান বলে ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক আহমদ জানান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সাজেদুল কবির বলেন, অবস্থা গুরুতর হওয়ায় হাজিরা বেগমকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মাহফুজুল কবির বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”