Published : 26 Dec 2023, 04:47 PM
চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাকে অপহরণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নৌকার সমর্থক এক ইউপি চেয়ারম্যানকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা আমলি আদালতের বিচারক লস্কর সোহেল রানা কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকের জামিন মঞ্জুর করেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তালিম হোসেন জানান, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামি মানিকের জামিন মঞ্জুর করেছেন।
শনিবার রাতে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাকে অপহরণের চেষ্টা করার অভিযোগে মামলাটি করেন তার কর্মী আব্দুল মালেক। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে জেলজাহতে পাঠায়।
মামলায় বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার নেতাকর্মীদের নিয়ে শনিবার রাতে সদর উপজেলার নতুন ভাণ্ডারদহ মোড়ে একটি নির্বাচনি ক্যাম্প উদ্বোধনের জন্য যান। তখন নৌকার সমর্থকরা তাদের আসতে বাধা তৈরি করে এবং রাস্তায় মিছিল করতে থাকে।
স্বতন্ত্র প্রার্থীকে ‘অপহরণের চেষ্টা’: উল্টো হামলার অভিযোগ সোলায়মানের
নৌকার সমর্থকরা উচ্ছৃঙ্খল হয়ে দিলীপ কুমারসহ সমর্থকদের কিল-ঘুষি মারতে থাকলে সঙ্গে থাকা লোকজন তাদের নিবৃত্ত করে। একপর্যায়ে আসামিদের একজন প্রার্থীকে লক্ষ্য করে রামদা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করেন তখন মাথা সরিয়ে তিনি রক্ষা পান।
পরে আসামিদের মধ্যে একজন প্রার্থীর মাথা লক্ষ্য করে গুলি করলেও সেটি ব্যর্থ হয়। পরে তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে জাপটে ধরে অপহরণের চেষ্টা অব্যাহত রাখে বলে মামলায় বলা হয়েছ।
তবে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “মিথ্যাভাবে মামলা সাজানো হয়েছে। মিথ্যা মামলায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”