Published : 15 Jun 2025, 08:13 PM
ফরিদপুর জেলা বিএনপির সম্মেলনের জন্য ১০ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা ও পৌরসভার মেয়াদোত্তীর্ণ আটটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টায় ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার কাঠপট্টি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী এবং সঞ্চালনা করেন সদস্যসচিব এ কে এম কিবরিয়া। সভায় ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির ২৬ জন উপস্থিত ছিলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক চিঠিতে জেলা বিএনপির আওতাভুক্ত সব ইউনিটের কমিটি গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা সম্মেলনের তাগিদ দেন। এতে ব্যর্থ হলে জেলা কমিটি ভেঙে দেওয়া হবে বলেও জানান।
এর মধ্যেই জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হল।
জেলা বিএনপির নেতারা জানান, জেলার আওতাধীন মোট ১৪টি ইউনিট রয়েছে। এর মধ্যে নয়টি উপজেলা, পাঁচটি পৌর কমিটি। এর মধ্যে তিনটি ইউনিটের কমিটি কেন্দ্র ভেঙে দেয়। এ তিনটি হল- বোয়ালমারী পৌর ও উপজেলা এবং চরভদ্রাসন উপজেলা কমিটি।
এ ছাড়া জেলা বিএনপি চারটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করে দেয়। এ চারটি ইউনিট হচ্ছে- আলফাডাঙ্গা পৌর ও উপজেলা, সদরপুর উপজেলা এবং ভাঙ্গা পৌর কমিটি।
পরে ‘পকেট কমিটি করা হয়েছে’ এমন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চারটি কমিটির কার্যক্রম স্থগিত করে দেয় কেন্দ্র। তবে ফেব্রুয়ারিতে সদরপুর উপজেলা কমিটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও বাকি তিনটির নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
স্থগিত হওয়া তিনটি কমিটি বাদে বাকি কমিটিগুলো ১৬ থেকে ২৫ জুনের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় জেলা কমিটির ওই সভায়। এজন্য কমিটির নয়জন যুগ্ম আহ্বায়ককে দায়িত্ব দেওয়া হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, পাশাপাশি কেন্দ্র থেকে যে তিনটি কমিটি এখনও স্থগিত করে রাখা হয়েছে সে ব্যাপারে জেলা বিএনপির করণীয় কী সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের কাছে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হবে।
জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, ১০ জুলাই জেলা বিএনপির সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে এক-দুদিন এদকি-সেদিক হতে পারে।