Published : 30 Aug 2024, 07:58 PM
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে একদিন আগে নিখোঁজ দুই কিশোরের সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার বিকালে ফেনীর কুলের নামার চর এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বাদশা নামে ১৬ বছরের এক কিশোর নদীতে ডুবে যায়। আগেরদিন বল্টুরাম টিলা এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মো. নয়ন নামের ১২ বছরের আরেক কিশোর।
শুক্রবার বেলা ১২টায় থেকে ফেনী নদীতে দুই ঘন্টার উদ্ধার অভিযান শেষে নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম আগ্রবাদের ডুবুরি দলের সাব অফিসার মো. জসিম উদ্দিন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় উদ্ধার অভিযান শুরু করার কথা থাকলেও বোট না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বোট সংগ্রহ করে নিয়ে আসলে বেলা ১২টায় উদ্বার অভিযান শুরু হয়। চলে বেলা ২টা পর্যন্ত।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “প্রচণ্ড স্রোত আর বালুর কারণে অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়।”
সম্প্রতি ভয়াবহ বন্যার পর গত ৩-৪ দিন রাতদিন শতশত মানুষ রামগড়ের ফেনীরকুল এলাকার নামার চর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।