Published : 15 Oct 2024, 06:45 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আলাদা স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক নারী ও টমটম চালকের মৃতদের পাওয়া গেছে; যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে টমটম চালক আবুল খায়ের (৩০) লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ও মুখে ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে।
নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।
পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে দুপুরে উপজেলার লাউয়াছড়া বনের ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মৃতদের উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।
নাম-পরিচয়হীন ওই নারীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।