Published : 26 Nov 2023, 05:54 PM
এইচএসসি পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ হার কমেছে।
এ বছর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১২২ শিক্ষার্থী।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী।
রোববার বিকালে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ।
শাহিন জানান, এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে ১ লাখ ৯ হাজার ৬৩৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৬১৬ জন।
গত বছরের তুলনায় এ বছর ফলাফল খারাপ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এবার ইংরেজি ও উচ্চতর গণিতের প্রশ্নপত্র একটু কঠিন হওয়ার কারণে ফলাফল গতবারের চেয়ে খারাপ হয়েছে।
“এছাড়া করোনাকালীন সময়ে সিলেবাস ছিল সংক্ষিপ্ত। এ সময় পাশের হার ছিল বেশি। এ বছর পরীক্ষা হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে। করোনার আগে ২০১৯ সালে পাশের হার ছিল ৭৫ শতাংশ; তার তুলনায় এ বছর পাশের হার প্রায় কাছাকাছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে খুলনা জেলা। তারপরই যশোরের অবস্থান। এ বছর যশোর বোর্ডে শতভাগ পাশ করেছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শতভাগ অকৃতকার্য হয়েছে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।
শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- কুষ্টিয়ার মিরপুরের কেএম আইডিয়াল কলেজ, খুলনার তেরোখাদার শাপলা কলেজ, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ, মাগুরা সদর উপজেলার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ, নড়াইল সদর উপজেলার গোবরা মহিলা কলেজ, সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা কমার্স কলেজ ও একই জেলার গোবরদারিয়া জোরদিয়া স্কুল অ্যান্ড কলেজ।
শতভাগ কৃতকার্য দশ প্রতিষ্ঠান হচ্ছে- খুলনা পাবলিক কলেজ, যশোরের অভয়নগর উপজেলার ভবদহ মহাবিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, খুলনা ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া কলেজিয়েট স্কুল, যশোরের কেশবপুরের সাউথ বেঙ্গল কলেজ, খুলনার ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনার সোনাডাঙ্গার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, বাগেরহাটের ফকিরহাটের লখপুর আলাহাজ আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল, খুলনার খালিশপুরের নেভি এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজ ও একই স্থানের খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ।