Published : 25 Apr 2023, 12:12 AM
কক্সবাজারের টেকনাফে পাঁচ রোহিঙ্গা শিশুকে অপহরণের খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় রোহিঙ্গা এ খবর বললেও পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, সোমবার দুপুরে জাদিমুড়ার নার্সারি পার্ক থেকে একদল সশস্ত্র মুখোশধারী এদের অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে।
তবে এ পর্যন্ত ওই শিশুদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির খবর পাওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি মো আব্দুল হালিম বলেন, অপহরণ বিষয়টি তিনি শুনেছেন; তবে কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ ‘অপহৃতদের’ উদ্ধারে অভিযান শুরু করেছে।
তিনিও অপহৃতদের নাম ঠিকানা জানাতে পারেননি।
স্থানীয় কয়েকজন রোহিঙ্গা নাম প্রকাশ না করে বলেন, টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ৫ শিশুকে অপহরণ করা হয়েছে।
এ শিশুদের মধ্যে দুজনের বয়স ১২ বছর, একজনের ১৩ বছর, একজনের ১৪ বছর এবং আরেকজনের ১৫ বছর বলে তারা জানান।