Published : 25 Feb 2025, 09:06 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে তাকে স্বাগত জানিয়েও ‘পরামর্শ’ দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেছেন, “শুক্রবার আসবে আমাদের সন্তান, ছোট ভাইদের একটি সংগঠন। তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আসেন। মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন।”
তার আগে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে না দেওয়ার পরামর্শ দিয়ে ছাত্র নেতৃত্বের প্রতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “দেখেন নাই পাহাড়ের সঙ্গে, পাথরের সঙ্গে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না; নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না। শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কিছু হবে না ইনশাল্লাহ।”
মঙ্গলবার বিকালে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশে হয়।
আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে এমন মন্তব্য করে বিএনপি নেতা আলাল দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এবং মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারেফ হোসেন, সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদার, কেন্দ্রীয় নেতা ফারুক আহমেদ তালুকদার।