Published : 12 Jun 2025, 08:05 PM
রাষ্ট্র ‘পরিকল্পনামাফিক ষড়যন্ত্রের মাধ্যমে’ কল্পনা চাকমা অপহরণ মামলা থামিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের সহসভাপতি ঊষাতন তালুকদার।
তিনি বলেছেন, “পুরুষ শাসিত সমাজের বাধা অতিক্রম করে কল্পনা হয়ে উঠেছিলেন এক প্রতিবাদী কণ্ঠ। রাষ্ট্র এই কণ্ঠকে ভয় পায়। কল্পনা চাকমার এই অপহরণের ঘটনা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্ব জানে।
“তারপরও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করা যায়নি। এদেশে আইনের শাসন নেই। তাই তো রাষ্ট্র পরিকল্পনামাফিক ষড়যন্ত্রের মাধ্যমে কল্পনা চাকমার অপহরণের মামলাকে থামিয়ে দিচ্ছে।”
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে কল্পনা চাকমার অপহরণের ২৯ বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেএসএস নেতা বলেন, “কল্পনা চাকমার অপহরণের ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হলেও একটিও আলোর মুখ দেখতে পায়নি। এদেশে বিচারহীনতার সংস্কৃতি বরাবরই রয়ে গেছে। এ দেশের সরকার মেহনতি মানুষের জন্য নয়। তাই কল্পনা চাকমার অপহরণের ঘটনার কোনো বিচার হয়নি।
“কল্পনা চাকমা অপহরণের মামলার ন্যায়বিচারের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। আর আমাদের চুক্তি বাস্তবায়নের সংগ্রামে জুম্ম জনগণকেই এগিয়ে আসতে হবে।”
মহিলা সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে এবং হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এলি চাকমার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান ও কক্সি তালুকদার, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি কবিতা চাকমা।
অ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, “২৯ বছর নানা ষড়যন্ত্র করা হয়েছে অপহরণের বিষয়টি নিয়ে। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, কল্পনা চাকমা ভারতে আছেন। এটি ঘোলা পানিতে মাছ ধরার মত মন্তব্য। রাষ্ট্র জানে, কল্পনা হারিয়ে যাওয়ার পেছনে কারা দায়ী। সেজন্য ঘটনাটি ঢামাচাপা দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে এখনো। কল্পনা চাকমার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।”
১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ির লাইল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা। পরদিন তার বড় ভাই কালিন্দী কুমার চাকমা বাঘাইছড়ি থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, কজইছড়ি সেনা ক্যাম্পের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট ফেরদৌসের নেতৃত্বে একদল ভিডিপি ও সেনা সদস্য অপহরণ করে। দীর্ঘ ২৮ বছর মামলাটি ঝুলে থাকার পর গত বছর ২৩ এপ্রিল খারিজ করে দেয় আদালত।
কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী রাজীব চাকমা বলেন, “মামলাটি খারিজের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়েছে। সেটি শুনানির অপেক্ষায় আছে।”
এদিকে, দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংগঠক অলিউর সান, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সহসাধারণ সম্পাদক সহেল চাকমা, অ্যাক্টিভিস্ট মারজিয়া প্রভা, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি উষাতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরীনিতা চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুজিয়া হাসান রাশা, ইউপিডিএফ সংগঠক নিকন চাকমা।