Published : 09 May 2025, 08:46 AM
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
রাতভর অপেক্ষার পর শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন তিনি।
গণঅভ্যুত্থানে হত্যা ও হামলার অভিযোগে দায়ের হওয়া অন্তত পাঁচ মামলায় আইভী আসামি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী৷
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব মামলার একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি দল৷ গত অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও আইভী নিজ বাড়িতেই ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
এদিকে রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ। তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন৷
পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাধার মুখে তারা পিছু হটেন৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কথাও বলেন৷ তবে তিনি ‘রাতে কোথাও যাবেন না’ বলে জানান৷ পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়৷ ৬ ঘণ্টা পর স্বেচ্ছায় পুলিশের গাড়িতে ওঠেন তিনি৷
তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন৷ রাতভর তারা বাড়ির সামনেই ছিলেন৷
২০২২ সালে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র হন সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত অগাস্টেই আইভীসহ দেশের ১২টি সিটি মেয়রকে অপসারণ করা হয়।