Published : 06 Mar 2025, 11:12 AM
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সাবেক একটি কমিটিকে পকেট কমিটি বলে নেতাকর্মীদের রোষের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা।
বুধবার দুপুরে আলম চৌরাস্তায় উপজেলা বিএনপি আয়োজিত সিরাজগঞ্জ-১ কাজীপুর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভায় ওই মন্তব্য করেন কনকচাঁপা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘ভুয়া ভুয়া’ স্লেগানে উত্তেজিত হয়ে ওঠেন দলের উপস্থিত নেতাকর্মীরা। পরে ‘সরি’ বলে নেতাকর্মীদের কাছ থেকে রক্ষা পেয়েছেন কনকচাঁপা।
এ সময় অন্য নেতারা মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের শান্ত করেন। পরে কনকচাঁপা বক্তব্য না দিয়েই মঞ্চে বসে থাকেন। শেষে প্রাইভেটকারে করে সভাস্থল ত্যাগ করার সময়ও, কিছু নেতাকর্মীকে আাবারও কনকচাঁপাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান বলেন, “বক্তব্য চলাকালে কন্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা এক পর্যায়ে বেফাঁস একটি কথা বলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট বলে ফেলেন।
“এ সময় নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে নেতাকর্মীদের শান্ত করা হয়।”
সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা ও রকিবুল করিম খান পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।