Published : 15 Jun 2025, 04:19 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাইক্রোবাস থেকে একটি তক্ষক জব্দ করা হয়েছে। এ সময় নয়নজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের চিনাহালা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফুর রহমান জানান।
আটক ব্যক্তিরা নরসিংদী ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ। মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
পরিদর্শক লুৎফুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। চক্রটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। আটকদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।