Published : 26 Feb 2025, 06:06 PM
জামালপুরের মেলান্দহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছেন চার ইউপি চেয়ারম্যান।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবন থেকে তাদের আটক করে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানান জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
আটকরা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো (৫৮), শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সায়েদুর রহমান (৬৩), ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু (৫২) এবং ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪২)।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জাহাঙ্গীর বলেন, সকালে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ছিল। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই চার চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায় ডিবি।
নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।