Published : 03 Jun 2025, 05:23 PM
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৩১ সদস্যের কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে।
সোমবার রাতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠটির দলীয় প্যাডে এই কমিটি স্বাক্ষর ও অনুমোদন দিয়ে তা এনসিপির ভেরিফায়েড ফেইসবুকে প্রকাশ করেন।
কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মুকুল মিয়াকে। যুগ্ম সমন্বয়কারী হয়েছেন অ্যাডভোকেট আব্দুল বারেক, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, রাশেদুজ্জামান তাওহীদ ও হাফিজুর রহমান খান।
কমিটির সদস্যরা হলেন- আসাদুজ্জামান সরকার, নুরুন্নবী সরকার, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রাশেদ ইমরান লিখন, গোলাম রসুল রনি, আমিরুজ্জামসন সরকার, বেলাল হোসেন, তাজুল ইসলাম তাজ, আব্দুল হামিদ, মেরিনা পারভীন, জান্নাতুন নাহার জাকিয়া, মাহবুবুর রহমান, নাজমুল হুদা লাকু, সৈয়দ ইশতিয়াক রিফাত, নাজমুল ফেরদৌস, মাহফুজুল ইসলাম কিরন, আলমগীর হোসেন, মনিবুল হক বসনিয়া, নেছার উদ্দিন আহমেদ, শাহ আলম, আশরাফুল ইসলাম, এম আর রাজু আহমেদ রাজ্জাক ও শামীম রহমান।
নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।”
নতুর কমিটির বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, “কুড়িগ্রামে ৩১ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে তাদেরকে দায়িত্ব অর্পণ করেছি। আশা করছি, তারা মাঠ পর্যায়ে এনসিপিকে গতিশীল ও শক্তিশালী করবে।”