Published : 20 Jun 2025, 10:03 AM
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে শিশুটির শরীরের একটি অংশ মাছ বা কোনো প্রাণী খেয়ে ফেলেছে বলে ধারণা স্থানীয়দের।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাটলার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
ঘটনাস্থলে উপস্থিতরা বলেন, জন্মের কিছু সময় পরই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয় ধারণা করা হচ্ছে। তার শরীরের মাথার দিকের কিছু অংশ নেই, মনে হচ্ছে মাছ বা কোনো প্রাণী তা খেয়ে ফেলেছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল থেকে নবজাতক কন্যা শিশুর মরদেহাট উদ্ধার করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং মানবিক বিবেচনায় আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”