Published : 19 Jun 2025, 03:44 PM
নওগাঁয় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায়
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজনের নাম কার্তিক চন্দ্র (২৮)। তার বাড়ি বদলগাছী উপজেলা সদরে।
আরেকজনের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
তাদের লাশ উদ্ধার করে বদলগাছী থানায় নিয়েছে পুলিশ।
ওসি বলেন, “জয়পুরহাট খেকে বদলগাছীমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আনিছুর রহমান।