Published : 07 Mar 2025, 05:51 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুর্গম চরাঞ্চলের বাথান থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বাথানের একটি ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কাজিপুর থানার ওসি নূরে আলম।
নিহত ইউসুফ আলী স্বপন (৪০) উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্বজনরা জানান, দুর্গম চরাঞ্চলের ওই বাথানে অবস্থান করে গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনা করতেন স্বপন। তিনি সেখানে একাই থাকতেন।
সাধারণত স্বপন বুধবার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে দিয়ে আবার বাথানে চলে যেতেন। কিন্তু গত বুধবার তিনি বাড়িতে যাননি, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।
বাথানের মালিক ও স্বপনের বন্ধু সারজিল সম্পদ বলেন, মোবাইল বন্ধ থাকায় বুধবারের পর থেকে স্বপনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। পরে শুক্রবার সকালে স্থানীয় একজনকে বাথানে পাঠানো হলে জানতে পারি ঘরের মধ্যে স্বপনের মরদেহ পড়ে আছে।
ওসি নূরে আলম বলেন, “স্বপনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলেও জানান ওসি।