Published : 26 Apr 2025, 10:31 PM
সরকারি কর্ম কমিশন-পিএসসি সংস্কারে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ময়মনসিংহে রেললাইন অবরোধে ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ ছিল এক ঘণ্টা।
শনিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বার মোড়ে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান রেললাইন অবরোধের কারণে ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকার তথ্য দেন।
তিনি বলেন, অবরোধের খবরে সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের পক্ষ থেকে দাবি আদায়ের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে দেন। পরে রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁস জড়িতদের শাস্তির দাবিতে ঢাকায় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কৃষি বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা রেল অবরোধে নামেন।
পিএসসির সংস্কারসহ তিন দাবিতে অনশনে ৩ শিক্ষার্থী
তারা ক্যাম্পাসের কাছে জব্বার মোড়ে একটি ব্যানার নিয়ে রেললাইনে অবস্থান নেন। তখন ওই পথে ঢাকাগামী অগ্নীবীণা ট্রেনটি সেখানে থেমে যায়।
পিএসসি সংস্কারসহ তিন দাবিতে ‘আমরণ অনশনে’ বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে তারা অনশন শুরু করেন।
তাদের অন্য দুই দাবি হল ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো।