Published : 24 Aug 2024, 07:11 PM
গাজীপুরের শ্রীপুরে ঈদ বোনাস, বাৎসরিক লভ্যাংশের হার বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বয়ন শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শনিবার বিকালে উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে।
এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকাল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে ‘রিজাইন লেটারে’ স্বাক্ষর নিয়ে ছাঁটাই করেছে।
তাদের অভিযোগ, ঈদের বোনাস, ছুটি ও বাৎসরিক লভ্যাংশ বাড়ানোর বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।
তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন।
তবে এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।