Published : 26 Jan 2025, 08:14 PM
গাজীপুরের কালীগঞ্জে এক রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক জুতা বিক্রেতার মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের বালীগাঁও চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান।
অজ্ঞাতপরিচয় নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ফুলহাতা গেঞ্জি ও গ্রামীণ চেকের ট্রাউজার ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ভ্যানে ঘুরে ঘুরে জুতা বিক্রি করতেন। রোববার দুপুরে তিনি জুতার ভ্যানসহ বালীগাঁও চৌধুরী বাড়ি এলাকার রেল ক্রসিং পার হচ্ছিলেন। তখন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”